ডিভাইস ভেরিফিকেশন কিভাবে করব বিস্তারিত জানতে চাই
১) Google Chrome এ গিয়ে https://alpha.edudent.info ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর Go Dashboard অপশনে ক্লিক করুন।
২) My Dashboard পেইজে My Course অপশনে ক্লিক করুন।
৩) আপনি যে ব্যাচে ভর্তি আছেন তার Go to Schedule অপশনে ক্লিক করুন।
৪) ডিভাইস ভেরিফিকেশন করার জন্য Request to Verify অপশনে ক্লিক করুন।
৫) Terms & Conditions গুলো মনোযোগ দিয়ে পড়ুন।
৬) তারপর I agree to terms & Conditions চেকবক্সে ক্লিক করে ঠিক মার্ক দিন। তারপর OTP এর জন্য Submit বাটনে ক্লিক করুন।
৭) আপনার রেজিস্ট্রারকৃত মোবাইল নাম্বারে ৪ ডিজিটের পাঠানো OTP টি বক্সে দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
আপনার ডিভাইস ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আপনি সব সময় এই ডিভাইস এবং ব্রাউজার থেকে লগ-ইন করে ওয়েবাসাইটে সেবা গুলো গ্রহন করবেন। যেকোন সমস্যায় পড়লে অফিসের নাম্বারে (০১৪০৪৪৩২৫২৬, ০৯৬৪৩০০১০১০) সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে যোগাযোগ করুন। ধন্যবাদ।